নবীনগরে দেশীয় বন্ধুকসহ যুবক গ্রেফতার, চুরি হওয়া মালামাল উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিদ
- ২১ জানুয়ারি ২০২৫, ১৮:০১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি দেশীয় বন্ধুক ও একটি উচ্চবিদ্যালয় থেকে চুরি হওয়া মালামালসহ শাহাবুদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের শাহাবুদ্দিন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে নবীনগর থানা পুলিশ তাকে আটক করে।
শাহাবুদ্দিন উপজেলার চারপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জানা যায়, গত ১০ জানুয়ারি রাতে বাঙ্গরা এবাদুল করীম উচ্চবিদ্যালয় থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে গিয়ে পুলিশ নবীনগর চারপাড়া গ্রামের শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ২টি দেশীয় বন্ধুক, ১টি চাইনিজ কোরাল, ১টি তালা কাটার যন্ত্র, বাহুবালি ও স্কুলের ৩টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করা হয়।
বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করীম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি রাতে বিদ্যালয়ের ৪টি ল্যাপটপ, ১টি প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে নবীনগর থানায় অভিযোগ করা হয়। মঙ্গলবার ভোরে পুলিশ চুরির সাথে জড়িত ১জনকে আটক ও চুরি হওয়া ৩টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আটক শাহাবুদ্দিনের নামে এ ঘটনা ছাড়াও নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা