টেকনাফে সমুদ্র উপকূলে নৌকা থেকে জি-ত্রি রাইফেল উদ্ধার বিজিবির
- কক্সবাজার অফিস
- ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৩১
কক্সবাজারের টেকনাফে পানিরছরা এলাকায় একটি নৌকায় তল্লাশি চালিয়ে একটি জি-ত্রি রাইফেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর রাতে বিজিবির টহল টিম এ অত্যাধুনিক অস্ত্রটি উদ্ধার করে।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এদিন সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে টেকনাফ বিজিবির একটি টিম আজ ভোরে মিটাপানিরছরা সমুদ্র উপকূলে অভিযান চালায়। এসময় একদল দুষ্কৃতকারী সমুদ্র সৈকতে একটি নৌকা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে জি-ত্রি রাইফেল ও একটি কিরিচ উদ্ধার এবং নৌকাটি জব্দ করে।
এ বিষয়ে টেকনাফ থানায় অস্ত্র জমা দিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা