নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৯ ফার্মেসিকে জরিমানা
- নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৩০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু মুছা।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখার অপরাধে ৯টি ফার্মেসিকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান,অভিযানে ফার্মেসিগুলোতে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মোচ্ছা.ফোয়ারা বেগম, বাজার কমিটিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযানের সংবাদ পেয়ে নবীনগর সদর পৌরসভা এলাকার অধিকাংশ ফার্মেসি বন্ধ রাখেন মালিকরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা