নোয়াখালীতে কিশোর হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ
- নোয়াখালী অফিস
- ২০ জানুয়ারি ২০২৫, ২০:৪১
নোয়াখালীতে টাকা লেনদেন নিয়ে মো: আব্দুর রহমান হৃদয় (২৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে করা হত্যা হয়েছে। এ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দুর্ভোগের শিকার হয় হাজার হাজার মানুষ।
নিহত মো: আব্দুর রহমান হৃদয় উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের সওদাগর বাড়ির মো: সেলিমের ছেলে।
জানা যায়, হৃদয়ের বন্ধু আশিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন পৌরসভার গোলাবাড়ি এলাকার মোহরার বাড়ির শাহ আলমের ছেলে বাবু (৩৫)। এরপর টাকা ফেরত চাইলে বাবু তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে বিষয়টি আশিক বাবুর ভাই রনিকে জানায়। এতে বাবু ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাতে আশিকের বন্ধু হোসেন ও সাগরকে তুলে নিয়ে আটকে রেখে মারধর করেন। রাত সোয়া ১১টার দিকে বিষয়টি জানতে পারে হৃদয়। খবর পেয়ে তিনি নিজ বাড়ির তার সমবয়সী কাকা রাসেলকে নিয়ে হোসেন ও সাগরকে উদ্ধার করতে বাড়ি থেকে বের হয়ে যান। যাত্রা পথে তারা চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে পৌঁছলে বাবুর সাথে তাদের দেখা হয়ে যায়। তখন কিছু বুঝে উঠার আগেই বাবু হৃদয়কে ছুরিকাঘাত করেন। একই সময়ে রাসেলকেও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যান। সেখান থেকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে আজ এ সড়ক অবরোধের ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা