২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`
লক্ষ্মীপুরে কর্মী সম্মেলন

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আত্মঘাতি বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রেজাউল করিমের

লক্ষ্মীপুরের মান্দারী বাজার সিএজি স্টেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলার মান্দারী ইউনিয়ন আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। - ছবি : নয়া দিগন্ত

আগস্ট বিপ্লবকে টেকসই ও অর্থবহ করতে দলমত নির্বিশেষে সবাইকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আত্মঘাতি বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

সোমবার (২০ জানুয়ারি) লক্ষ্মীপুরের মান্দারী বাজার সিএজি স্টেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলার মান্দারী ইউনিয়ন আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কতিপয় রাজনৈতিক নেতাদের দায়িত্বহীন বক্তব্যের মাধ্যমে নতুন করে বিভেদের সুর বেজে উঠেছে। মূলত যারা এসব কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন তারা ফ্যাসীবাদকেই উৎসাহিত করছেন। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই সকলকে আত্মঘাতি ও অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকতে হবে।

তিনি দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মান্দারী মাওলানা মাহফুজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাসরুর আলমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি ফারুক হোসাইন নূর নবী ও সহকারী সেক্রেটারি মাওলানা নাসির মাহমুদ।


আরো সংবাদ



premium cement