পণবন্দী করা বাংলাদেশী ৩ পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৩০, আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১৬:০১
তিন দিন পর মিয়ানমারে আটকে রাখা বাংলাদেশী তিনটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (২০ জানুয়ারি) টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।
মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে বৃহস্পতিবার তিনটি কার্গো আটক করা হয়েছিল।
এতেশামুল হক বাহাদুর বলেছেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তারা মিটিংয়ে বসেছেন।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার দুটি করে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী চারটি কার্গো জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আরাকান আর্মি আটক করে তাদের পণবন্দী করে।
এরমধ্যে আরাকান আর্মির সমঝোতার ভিত্তিতে ছাড়পত্র নিয়ে শনিবার একটি কাঠবাহী কার্গো বন্দরে আসে। আজ সোমবার বাকি তিনটি ছেড়ে দেয়া হয়।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, কার্গো জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি এবং কফিসহ বিভিন্ন পণ্য রয়েছে।
সূত্র : বিবিসি বাংলা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা