২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

চকরিয়ার ডুলাহাজারায় গভীর জঙ্গলে ডাকাত ধরতে যৌথবাহিনীর অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। - ছবি : নয়া দিগন্ত

চকরিয়ার ডুলাহাজারায় গভীর জঙ্গলে ডাকাত ধরতে যৌথবাহিনীর অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩)। এ ঘটনায় আদালতে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক জানান, এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পেয়েছে। ওই ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে নাম থাকা ১২ আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারান্তরীণ রয়েছেন বলে তিনি জানান।

তিনি আরো জানান, সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে থানায় পৃথক দুটি মামলা হয়। এ দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাদের মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি ও তাদের মালামাল ক্রোক করার পরোয়ানা জারি করা হয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়। ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশীদ ১৭ জনের নাম উল্লেখ করে এবং একই সাথে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর অস্ত্র আইনে আরো একটি মামলা করেন।

তদন্ত কর্মকর্তা আরো জানান, সেনা কর্মকর্তা হত্যায় যে ১৭ জনের নামে মামলা রুজু করা হয়েছিল তাদের থেকে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় অভিযোগপত্র থেকে তাদেরকে বাদ দেয়া হয়েছে। আবার ব্যাপক তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরো সাতজন জড়িত থাকায় সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোররাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলি উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যশোরে শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ভাইপো রাকিব গুলিবিদ্ধ হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় প্রেমিকযুগল সীমান্তে গ্রেফতার গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ইসরাইল-হামাস যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ মুহূর্ত চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে জাতিসঙ্ঘ বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন : রাষ্ট্রদূত ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

সকল