২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত

- ছবি : প্রতীকী

কুমিল্লার বুড়িচং উপজেলার সালদা-কুমিল্লা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শংকুচাইল ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছন অপর এক শিক্ষার্থী।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সালদা-কুমিল্লা সড়কের চড়ানল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রেজোয়ান ইসলাম জাহিদ। তিনি জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের অদুদ মেম্বারের বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহাবুবুর রহমানের ছেলে। আর আহত শিক্ষার্থীর নাম সামির ভূঁইয়া। তিনি একই এলাকার পালন বাড়ির আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানান, তারা দু’জন শংকুচাইল ডিগ্রি কলেজ থেকে বাড়ির ফেরার পথে সালদা-কুমিল্লা সড়কের চড়ানল চৌধুরী ব্রিজ এলাকায় পৌঁছলে এক শ্রমিক সামনে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে রেজোয়ান ইসলাম জাহিদের মৃত্যু হয়। তার সাথে থাকা গুরুতর আহত বন্ধু সামির ভূঁইয়াকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে আইসিওতে প্রেরণ করেন।

শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া জানান, আমি ঘটনাটি শুনেছি এবং হাসপাতালে দেখে এসেছি। নিহত শিক্ষার্থীকে কলেজের কয়েকজন শিক্ষক দেখতে গেছেন। নিহত রেজোয়ান ইসলাম জাহিদ দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন ও আহত সামির ভূঁইয়া ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আমি বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।


আরো সংবাদ



premium cement