১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

নোয়াখালীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

মো: আব্দুর রহমান হৃদয় - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়ায় সৃষ্ট বিরোধে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মো: আব্দুর রহমান হৃদয় (২৪) উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের সওদাগর বাড়ির মো: সেলিমের ছেলে। তিনি ফার্নিচার মিস্ত্রি ছিলেন।

জানা গেছে, হৃদয়ের বন্ধু আশিক থেকে পাঁচ হাজার টাকা ধার নেন চৌমুহনী পৌরসভার গোলাবাড়ি এলাকার মুরি বাড়ির শাহ আলমের ছেলে বাবু (৩৫)। এরপর টাকা ফেরত চাইলে বাবু টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি বাবুর ভাই রনিকে জানান আশিক। এতে বাবু ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে আশিকের বন্ধু হোসেন ও সাগরকে তুলে নিয়ে আটকে রেখে মারধর করেন। রাত সোয়া ১১টার দিকে বিষয়টি জানতে পারেন হৃদয়। খবর পেয়ে তিনি নিজ বাড়ির তার সমবয়সী কাকা রাসেলকে নিয়ে হোসেন ও সাগরকে উদ্ধার করতে বাড়ি থেকে বের হয়ে যান। যাত্রা পথে তারা চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে বাবুর সাথে তাদের দেখা হয় এবং কিছু বুঝে ওঠার আগেই হৃদয়কে ছুরিকাঘাত করেন বাবু। একই সময়ে রাসেলকেও ছুরিকাঘাত করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ বলেন, লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।


আরো সংবাদ



premium cement
মতিউরের স্ত্রী কানিজের জামিন নামঞ্জুর সেনাবাহিনী প্রধানের সাথে রাওয়ার নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সাক্ষাৎ মিরপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বরিশালকে ১২২ রানের টার্গেট দিলো চট্টগ্রাম পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে চিঠি ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬ ভারতের সাথে নতুন চুক্তি নেপাল-বাংলাদেশ বাণিজ্য কতটা সহজ করবে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি : স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ খেতে বসে ভুলে এখনও তানহাকে ডাকেন মা

সকল