১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন

সভাপতি-সম্পাদকসহ বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের জয়

সভাপতি-সম্পাদকসহ ১৫ পদের ১৪টিতে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের জয় - ছবি : নয়া দিগন্ত

ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ জয় পেয়েছে। তারা ১৫ পদের ১৪টিতে জয়ী হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনার ও সমিতির সদ্য সাবেক সভাপতি আবদুস সাত্তার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এ দিন সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ৩৩৬ জনের মধ্যে ৩১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মো: নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের মোহাম্মদ মীর মোশারফ হোসেন মানিক বিজয়ী হয়েছেন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম তুহিন, অডিটর পদে আবদুল কুদ্দুছ, ছয় সদস্য পদে হুমায়ুন কামাল, ওছমান গনি মিরন, নূরুল আবছার, আহমেদ উল্যাহ অনিক, মুহাম্মদ ফখরুল ইসলাম ও খুরশিদ আলম মাহাদী নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মো: সফিউল আলম ও রহিমা খাতুন হেলপী, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন ও লাইব্রেরি সম্পাদক পদে মুহাম্মদ আবদুল্লাহ আল মনসুর একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধীতায় জয় পান। শুধুমাত্র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন ভূঞা জিতেছেন।

নির্বাচন কমিশনার আবদুস সাত্তার জানান, বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।


আরো সংবাদ



premium cement