বান্দরবানে ডাম্প ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- বান্দরবান প্রতিনিধি
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:২৮, আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭
বান্দরবানের আলীকদমে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার চকরিয়া লামা আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার চেয়ারম্যান পাড়ার মাসুকের ছেলে বেলাল (৩০), চট্টগ্রামের মনু মিস্ত্রি কলোনি এলাকার মনু মিস্ত্রির ছেলে সৈয়দ আমিন (৪৫), বাজার পাড়ার মিন্টুর ছেলে মোহাম্মদ মিনহাজ (১৮)।
ঘটনার পর এলাকায় পুলিশ ও দমকল বাহিনীর লোকজন গিয়েছে। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আলীকদম থানার উপ পরিদর্শক শাকিল জানিয়েছেন, বেলা দেড়টার দিকে চকরিয়া থেকে তিনজন মোটরসাইকেল আরোহী আলীকদম যাওয়ার পথে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দুটি ডাম্প ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীরা নিহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা