১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

গণঅভ্যুত্থানের অংশীদারদের ঐক্যবদ্ধ থাকতে হবে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

গণঅভ্যুত্থানের অংশীদারদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ফেনী জেলা জামায়াতে ইসলামীর সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এত কর্মসূচী, এত আন্দোলন, জোটের পর জোট করেও যখন ফ্যাসিবাদের বিদায় করতে পারছিলাম না। অনেকে মনে করেছিলেন হাসিনা মরে না যাওয়া পর্যন্ত মনে হয় এ জুলুমের অবসান হবে না। দেশে-বিদেশে মানুষ আল্লাহর কাছে কেঁদেছেন। অনেকে ক্বাবার ঘর ধরে আর্তনাদ করেছেন। জুলুম-নির্যাতনে মানুষ যখন অতিষ্ঠ তখন ছাত্র-জনতার উত্তাল আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে হয়েছে। ওরা চেয়েছিল একাই এ দেশকে শাসন করবে। আল্লাহ হয়ত কোন মজলুমের দোয়া কবুল করেছেন বলেই আসমান থেকে করুনা নাজিল করেছেন। আল্লাহর এ রহমতের শুকরিয়া জানাতে হবে।’

তিনি আরো বলেন, ‘এ অবাধ পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে জাতির জন্য মহাদুর্যোগ নেমে আসবে। কোনভাবেই সেই সুযোগ দেয়া যাবে না। তিনি বলেন, যেহেতু বিগত সরকার আমলে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, আমাদের শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন। প্রথম ১০ শীর্ষ নেতাকে বিনাঅপরাধে ফাঁসি দেয়া হয়েছে। সুতরাং নতুন বাংলাদেশ গড়তে বেশি দায়িত্ব জামায়াতে ইসলামীকে নিতে হবে।’

তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, এ আন্দোলনে অনেকে অংশগ্রহণ করেছেন। যারা এ গণঅভ্যুত্থানের অংশীদার ছিলেন সবাইকে এখনো একেঅন্যের বিরুদ্ধে না বলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান। প্রধান বক্তা ছিলেন জামায়াতের সহকারি সেক্রেটারি আবু তাহের মুহাম্মদ মাছুম।

জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এ.কে.এম শামছুদ্দীন, মাওলানা আলাউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো: ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ ও মাওলানা মাহমুদুল হক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী ধর্মের ব্যবসা করে না, ধর্মভিত্তিক রাজনীতি করে। জামায়াতে ইসলামী সবসময় ধর্ম মেনে চলে। যারা সারাবছর ধর্ম মানে না, নির্বাচন আসলে কেবল মসজিদে যায়, মাথায় টুপি-হাতে তাসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম ব্যবসায়ী।’

তিনি বলেন, ‘৫৩ বছর পর স্বাধীনতার পক্ষ-বিপক্ষ তুলে যারা রাজনীতিক সুবিধা নিতে চান তাদের পুরোনো এ রেকর্ড নতুন প্রজন্ম শুনতে চায় না। এসব যারা বলে জাতিকে বিভক্ত করেছেন তাদের পরিণতি থেকে শিক্ষা নেয়ার জন্য তিনি আহ্বান জানান।’

জামায়াত সেক্রেটারি আরো বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদি শক্তি দেশকে জিম্মি করে রেখেছিল। প্রায় দু’হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে। এ গণঅভ্যুত্থানে অন্তত ৪০ হাজার ছাত্র-জনতা আহত হয়েছেন। আমরা স্বস্তি পেলেও তাদের চোখে এখনো পানি। অনেকে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। শহীদের স্বজনদের আহাজারি থামেনি।’

তিনি বলেন, ‘শহীদের রক্তের ঋণ শোধ করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষ ১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। লাখো মামলার শিকার হয়েছে। নিরাপরাধ নেতাদের ফাঁসি দেয়া হয়েছে। অনেককে কারাবন্ধি রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। খুন, গুম, ক্রসফায়ারসহ সমস্ত অপরাধের মাস্টারমাইন্ড ছিল শেখ হাসিনা।’

গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাজনীতির মাঠে না থাকলেও তারা ঠিকই ষড়যন্ত্র করছে। এখনো দেশ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে কোনো বাধাই মানবো না। জামায়াতে ইসলামী নতুন প্রজন্মের কাছে জাতির দায়িত্ব তুলে দিতে চায়। অতীতে যারা অনৈক্যের বীজ বপন করেছেন এখনো কারো কারো কথায় সেই পতিত আওয়ামী ফ্যাসিষ্টদের গন্ধ পাওয়া যায়। সেই পুরোনো গান আর নয়। দেশবাসী ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশের গান শুনতে চায়।’

তিনি বলেন, ‘ইসলামে রয়েছে সুশাসন-সুবিচার। আল কুরআন সেই সুশাসনের ব্যাখ্যা রয়েছে। নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে কুরআন। কুরআনের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি নতুন স্বপ্ন নির্মাণে সবাইকে সারথী হওয়ার আহ্বান জানান।’

তিনি জামায়াতের তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘ইউনিট হচ্ছে সংগঠনের প্রাণশক্তি। প্রতিটি ইউনিটকে আরো শক্তিশালী করতে হবে। ফেনী বিগত আন্দোলন-সংগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে কল্যাণ রাষ্ট্র গঠনেও ফেনী হবে নতুন বিজয়ের কেন্দ্র।’


আরো সংবাদ



premium cement