১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

চকরিয়ায় মসজিদের বাথরুম থেকে মুসল্লির লাশ উদ্ধার

- ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলা থানা সেন্টার মসজিদের বাথরুম থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থানা সেন্টার মসজিদে এশার নামাজ আদায় করতে যান মুসল্লি নুরুল ইসলাম। ওজুখানার পাশে বাথরুমে ঢুকে অনেক্ক্ষণ ধরে বের না হওয়ায় অন্য মুসল্লিদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। পরে পাশে চকরিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ও মুসল্লিরা বাথরুমের দরজা ভেঙে ফেলেন। এ সময় বাথরুমে ঢুকে দেখা যায়, তিনি মারা গেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভুঁইয়া বলেন, ‘বাথরুম করতে গিয়ে নুরুল ইসলাম স্ট্রোক করে মারা যেতে পারেন। ওই মুসল্লির লাশ পরিবারের হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement