১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ভারতে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই : ইউপিডিএফ

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) - ছবি : সংগৃহীত

ভারতের মিজোরামে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শুক্রবার (১৭ জানুয়ারি) ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘মিজোরাম পুলিশের প্রেস বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ও ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে মিজোরামের মামিত জেলার পশ্চিম ফাইলেং থানাধীন সাইথাং গ্রামে একটি অস্ত্রের চালান জব্দের সংবাদ প্রকাশিত হয়েছে এবং জব্দ হওয়া অস্ত্রের চালানটি মায়ানমারের চিন ন্যাশন্যাল ফ্রন্ট (সিএনএফ) এবং ইউপিডিএফের মধ্যে লেনদেন হচ্ছিল বলে উল্লেখ করা হয়েছে, যা আদৌ সত্য নয়।’

জব্দ হওয়া অস্ত্রের চালান কিংবা সিএনএফ-এর সাথে ইউপিডিএফ-এর বিন্দুমাত্র সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যে এলাকায় অস্ত্রের চালানটি জব্দ করা হয়েছে সেটি বাংলাদেশ সীমান্তের কাছে এবং এই সীমান্ত অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের হাতে।’

অস্ত্রের চালানটি ধরা পড়লে তা ইউপিডিএফ-এর কাছে যাচ্ছে বলে স্বীকারোক্তি দিতে আটক হওয়া অস্ত্র চোরাকারবারীদের সাথে চালান গ্রহীতাদের গোপন বোঝাপড়া থাকতে পারে বলে অংগ্য মারমা মন্তব্য করেন এবং বলেন, ‘অস্ত্রের আসল ক্রেতারা নিজেদের আড়াল করতে ও ইউপিডিএফ-এর ভাবমূর্তি ক্ষুণ্ন করে দেয়ার হীন উদ্দেশ্যে উক্ত জব্দকৃত অস্ত্রের চালানের সাথে ইউপিডিএফ-এর নাম জড়ানো হয়েছে।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘ইউপিডিএফ একটি গণতান্ত্রিক সংগঠন। দেশের অন্যান্য গণতান্ত্রিক সংগঠনের মতোই ইউপিডিএফ গণতান্ত্রিকভাবে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। কাজেই অস্ত্রের চালানোর সাথে ইউপিডিএফ-এর জড়িত থাকার কোনো প্রশ্নই ওঠে না।’


আরো সংবাদ



premium cement