চকরিয়া সড়ক দুর্ঘটনায় হাসপাতালের কর্মচারী নিহত
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় হুমায়ুন কবির লোকমান (২৫) নামে হাসপাতালের এক কর্মচারী বাসচাপায় নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার মালুমঘাটের ডুমখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো: হুমায়ুন কবির লোকমান উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুর চর গ্রামের বশির আহমদের ছেলে। তিনি মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের ১ নম্বর গেটের দারোয়ান ছিলেন।
স্থানীয়রা জানান, হুমায়ুন কবির লোকমান সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে মালুমঘাটের ডুমখালী রাস্তার মাথায় পৌঁছলে কক্সবাজারগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা যায়নি।
মলুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দ্রুমগামী শ্যামলী পরিবহনের চাপায় হুমায়ুন কবির নামে একজন নিহত হয়েছেন। আইনি পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা