মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিহত ৩
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ১১:২১
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিরসরাইয়ের মায়ানী বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।
মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাস্তা করতে যান। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস ধাক্বা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নেয়া হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। ঘটনার পর পরই হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা