১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

চট্টগ্রামে গাছ থেকে পড়ে আহত দিনমজুরের মৃত্যু

মোহাম্মদ কালু - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ায় গাছ কাটতে গিয়ে পড়ে আহত দিনমজুর মোহাম্মদ কালু (৫৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দিনমজুর মোহাম্মদ কালু উপজেলার কেলিশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মরহুম নজির আহম্মেদের ছেলে বলে জানা গেছে।

পটিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক ওবায়েদ উল্লাহ নয়ন নয়া দিগন্তকে জানান, ১৫ জানুয়ারি বুধবার সকালে বাড়ির একটি গাছের ডাল কাটতে উঠে নিচে পড়ে যান তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


আরো সংবাদ



premium cement

সকল