অবৈধভাবে নদীর পাড় কাটলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৩৬
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, অবৈধভাবে কেউ বালু উত্তোলন কিংবা কৃষি জমি কাটলে তাকে প্রশাসনের হাতে তুলে দেন। নদীর পাড় কাটলে প্রতিরোধ গড়ে তুলুন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে ফেনী নদী পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সরওয়ারদী, করেরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, সদস্যসচিব ইয়াছিন মিজান, করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন আরো বলেন, কোনো ব্যক্তি নদীর পাড় কাটলে তার বিরুদ্ধে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা না পারলে তার নাম ঠিকানা আমাকে গোপনে পাঠিয়ে দেন। আমি প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেবো।
উল্লেখ, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেনীর নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা