আখাউড়ায় কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে ৭ লাখ টাকা জরিমানা
- নুরুন্নবী ভুইয়া, আখাউড়া সংবাদদাতা
- ১৬ জানুয়ারি ২০২৫, ২১:১৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে তিনজনকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলার ধরখার সেতুর পূর্ব-পশ্চিম দু’পাশে ও মনিয়ন্দ এলাকার টানমান্দাইল গ্রামে বুধবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন রুহির নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি খনন করায় মালিকবিহীন অবস্থায় পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জব্দ করা ট্রাক মালিক শেখ জুনায়েদ ও উসমান গণিকে দু’লাখ টাকা করে এবং মজিবুর রহমানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা তিনজনের বাড়ি উপজেলার ধরখার গ্রামে। জব্দ করা ট্রাক ছাড়াতে এসে এই জরিমানার কবলে পড়ে তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজলা পারভীন রুহি জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ এই আইন অমান্য করলে আইনিব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা