ফেনী কলেজে তারুণ্য মেলার মেয়াদ বেড়েছে
- ফেনী অফিস
- ১৬ জানুয়ারি ২০২৫, ২১:০৬
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফেনী সরকারি কলেজে চলমান তারুণ্য মেলার মেয়াদ আরো এক দিন বাড়ানো হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।
‘ফেনী কলেজে দায়সারা আয়োজনে শিক্ষার্থীদের ক্ষোভ’ শিরোনামে আজ দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় তারুণ্যের উৎসবে জুলাই-আগস্ট স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারুণ্যের উৎসব উদযাপনের ঘোষণা দেয়া হয়।
মেলার আয়োজক সূত্র জানায়, বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিনে ‘পিঠার রাজ্যে আমিই সেরা’ বিষয় নিয়ে রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন শ্রেণির সাতজন শিক্ষার্থী ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, খোলা পিঠা, মালপোয়া ও নকশি পিঠার শ্রেষ্ঠত্ব উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় সভাপতির দায়িত্বে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মঞ্জুরুল হাসান রুমি। এ সময় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব, শিক্ষক পরিষদ সম্পাদক ফরিদ আলম ভূঞাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব বলেন, মেলা প্রথমে তিন দিনব্যাপী আয়োজনের কথা থাকলেও এখন অধ্যক্ষ স্যার চার দিন করার সিদ্ধান্ত দিয়েছেন। শুক্রবার বিকেলে ও শনিবার সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন ডিপার্টমেন্ট, ফেনী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘৩৬ জুলাই’ ও ‘ইনকিলাব মঞ্চ’, ফেনী কলেজ ডিবেট সোসাইটি, বাঁধন, ফেনী স্কিল ক্লাব, ইকো রেভ্যুলেশন, যুব রেড ক্রিসেন্ট ইউনিট, ছাত্র সংবাদ পাঠক ফোরাম সহ ৩১টি স্টল অংশ নিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা