১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

টেকনাফে আইস, ইয়াবা বোঝাই নৌকা জব্দ : রোহিঙ্গাসহ আটক ৬

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ ছয়জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার ভোর রাতে নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে আইস ইয়াবাসহ পাচারকারীদের আটক করা হয়।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার নুর হবিরের ছেলে মো: ফয়সাল (২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো: আরমান (২০), একই ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনীর ছেলে জসিম উদ্দিন (২১), মিঠাপানিরছড়ার আব্দুল মুনাফের ছেলে মো: বুখার উদ্দীন (৩০), একই এলাকার জহির আহম্মদের ছেলে মো: শফিক উদ্দিন (২০) ও উখিয়া কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো: কামাল হোসেন (৫৫)।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, আজ বৃহস্পতিবার ভোরে নাফনদীর মোহনা দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান নিয়ে একটি ইঞ্জিন নৌকা বাংলাদেশের অভ্যন্তরে আসে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় নৌকাটি শূন্য লাইন অতিক্রম করলে বিজিবির একটি বিশেষ দল সাগরে অভিযান চালায়। নৌকাটি ধাওয়া করে ছয়জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশী করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা ও কিছু গাঁজা পাওয়া যায়। নৌকাটি জব্দ করা হয়েছে। টেকনাফ মডেল থানায় মামলা করে আসামিদের সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে : অর্থ উপদেষ্টা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে আলেম নির্যাতনের ইতিহাস অন্তর্ভুক্তির দাবি অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ শীতলক্ষ্যা নদী থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার চট্টগ্রামে গাছ থেকে পড়ে আহত দিনমজুরের মৃত্যু সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা অবৈধভাবে নদীর পাড় কাটলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের হাতকে শক্তিশালী করতে হবে : আব্দুল হালিম এস আলমের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, প্রজ্ঞাপন জারি আখাউড়ায় কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে ৭ লাখ টাকা জরিমানা

সকল