‘জালিমরা যেন আর দেশে ফিরে আসতে না পারে’
- ফেনী অফিস
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯
জালিমরা যেন আর দেশে ফিরে আসতে না পারে মন্তব্য করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ও রাজধানীর মিরপুর আল-জামেয়াতুছ ছিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মুফতী ছাঈদ আহমাদ মুজাদ্দেদী বলেছেন, দু’হাজার ছাত্র-যুবকের প্রাণের বিনিময়ে এ দেশ জালিম মুক্ত হয়েছে। তাদের সীমাহীন অত্যাচার-নির্যাতন থেকে আলেম-ওলামারাও রক্ষা পায়নি। অসংখ্য আলেমকে বিনা অপরাধে ফাঁসি দেয়া হয়েছে। আর তাদের বিচারও এদেশের মাটিতে হবে ইনশা-আল্লাহ।’
তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুরে দারুল কুরআন ওয়াস সুন্নাহ কাসেমুল উলুম মাদরাসায় তিনি একথা বলেন।
এ সময় অনুষ্ঠানে তিনি খতমে বুখারী সবক এবং ২০ জন দাওরাতুল হাদিস/ মাষ্টার্স ছাত্রদের পাগড়ি সম্মাননা, ছয়জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।
মাদরাসার মুহতামিম মাওলানা ইব্রাহিম সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মিঞা, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ওসমানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আবু জাফর, আমিন উল্যাহ ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মিজানুর রহমান। এছাড়া দারুল কুরআন ওয়াস সুন্নাহ কাসেমুল উলুম মাদরাসার শিক্ষক মুফতি রবিউল হক, মুফতি নুর মোহাম্মদ, মাওলানা নিজাম উদ্দিন, সাংবাদিক আবু তাহের, মাওলানা ছাঈদুর রহমান।
মুফতী ছাঈদ আহমাদ মুজাদ্দেদী আলেমদের উদ্দেশে বলেন, ‘কুরআন-হাদীস থেকে পড়ে কথা বলবেন। মনগড়া বা অনুমান নির্ভর কোনো কথা বলে ফেৎনা সৃষ্টি করবেন না। কুরআন-হাদীসে যা আছে এর বাইরে যাওয়ার সুযোগ কোনো মুসলমানের নেই। ইসলামকে জানতে হলে প্রত্যেক মুসলমানকে কুরআন-হাদীস অধ্যায়ন করতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা