১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

চকরিয়ায় ডাম্পারচাপায় শ্রমিক নিহত

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় বালুবোঝাই ডাম্পার ট্রাকের চাপায় মো: নুরুল আবছার (৪২) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত নুরুল আবছার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিল্লাহ পাড়ার মোজাফ্ফর আহমদের ছেলে বলে জানা গেছে।

নিহতের বড় বোন নাছিমা বেগম জানান, নুরুল আবছার ঢেমুশিয়া এলাকায় বিয়ে করে ভাড়া বাসায় থাকতেন।
সকালে তেচ্ছিপুল এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় বালুবোঝাই একটি ট্রাকের পেছনে চাপা পড়ে নির্মাণশ্রমিক আবছার। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করেছে। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement