মহেশখালীতে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক খুন
- মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:১২
কক্সবাজারের মহেশখালীতে প্রেমঘটিত দ্বন্দ্বে প্রতিপক্ষের শাবলের আঘাতে এক কিশোর খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ২টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নুরুন নবী (২০)। তিনি ছোট মহেশখালী মাইজ পাড়ার ফরিদ আলমের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ছোট মহেশখালী মাইজপাড়া গ্রামের কিশোর-কিশোরীর প্রেমঘটিত বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কিশোরীর চাচাত ভাই নুরুন নবী (২০) নিহত হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা