পরকীয়া কাণ্ড : সিংগাইর থানার ২ পুলিশ ক্লোজ
- সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩২
মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন ওই দু’পুলিশ কর্মকর্তা ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি দু’জনকে গোপনীয়ভাবে ক্লোজ করেছি, কারণ বলা যাবে না।’
সূত্র জানিয়েছেন, প্রবাসীর স্ত্রীর পরকীয়া কাণ্ডে উদ্ধার হওয়া নারী চাঁদনী আক্তারের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়ায় পুলিশ পরিদর্শক মো: মোশাররফ হোসেনকে ক্লোজ করা হয়েছে।
তবে উপপরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলামের ক্লোজ হওয়ার কারণ জানা যায়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমুল হাসান বলেন, ‘ক্লোজের অর্ডার হয়েছে শুনেছি, অফিসিয়ালি কাগজ হাতে পাইনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা