১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কক্সবাজারে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়ায় থাইংখালী এলাকার একটি রেস্টুরেন্টের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে থাইংখালী বাজারের একটি রেস্টুরেন্টের প্রবেশমুখে থাকা স্ক্রিনে এরকম স্লোগান দেখতে পায় স্থানীয়রা। যদিও ওই সময় রেস্টুরেন্ট বন্ধ ছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই রেস্টুরেন্টের মালিক বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান তিনি।

আরিফ হোসাইন বলেন, ‘সকালে এই ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। কীভাবে স্ক্রিনে ওই লেখা ভেসে উঠল তা খতিয়ে দেখা হচ্ছে।’


আরো সংবাদ



premium cement