১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

- ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়দারোগাহাট বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বড়দারোগাহাট এলাকায় মহাসড়কের পাশে একটি ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চমেকে মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকা থেকে ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।



আরো সংবাদ



premium cement