পানছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিজিবি
- পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
- ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অসহায়, অসুস্থ ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক ও বিবিধ সামগ্রী প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর দফতর লোগাং জোন’র দায়িত্বপূর্ণ এলাকায় জোন কমান্ডার লেফটেন্যন্ট কর্নেল মো: মফিজুর রহমান ভূঁইয়া (পিএসসি, এএসসি)’র উপস্থিতিতে ১০ জন দুস্থ পরিবারকে ১০ বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় চারজন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
এছাড়া প্রতিবন্ধী ছেলের জন্য একটি হুইল চেয়ার, একজন অসহায় পরিবারকে একটি নলকুপ, তিনজন অসহায় এবং অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয়ে আর্থিক অনুদান ও লোগাং বাজার এবতেদায়ী নূরানী মাদরাসা ও হেফজখানার উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় জোন কমান্ডার বলেন, ‘পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে এই জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা