১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে বাণিজ্য মেলায় কথা কাটাকাটি : যুবদল কর্মী নিহত, আহত ১০

মাসব্যাপী এ বাণিজ্য মেলা শুরু হয়েছে গত ২০ ডিসেম্বর। - ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে মিরসরাই স্টেডিয়ামে চলমান মাসব্যাপী বাণিজ্য মেলায় দুই পক্ষের কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ হোসেন মুন্না (২০) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মিরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে।

গত ২০ ডিসেম্বর এই মেলার শুরু থেকে বিচ্ছিন্নভাবে হামলার একাধিক ঘটনা ঘটেছে। অবশেষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাণিজ্য মেলা এলাকায় দুই পক্ষের কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবদল কর্মী নিহত হন। নিহত মুন্না নির্মাণ সামগ্রী সরবরাহ ব্যবসার সাথে জড়িত। তিনি মিরসরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনায় দুই পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সাথে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা-কাটাকাটি হয়। সেখানে জাহিদ হুসাইনের অনুসারীদের হামলায় আহত হয় কামরুল হাসানের একজন কর্মী। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়িতে এবং তার অনুসারীদের উপর হামলা চালায়। এ সময় হামলায় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই পৌরসভা যুবদল কর্মী রিয়াদ হোসাইন জানান, মেলায় দুই পক্ষের কথাকাটি হয়, প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা মুন্না নিহত হয়। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। নিহত মুন্না দলের নিবেদিত কর্মী ছিলেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, মুন্না নামের একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শাকিল নামের একজন গুরুতর আহত হয়েছে তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, আমি মুন্না নামে একজন নিহত হওয়ার খবর শুনেছি, এখনও লাশ দেখিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন ও যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের আধিপত্য বিস্তার থেকেই ঘটনার সূত্রপাত৷ এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে৷


আরো সংবাদ



premium cement
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান খালেদা জিয়া এখন ‘অনেকটা বেটার’ : মির্জা ফখরুল শাটডাউনে অচল জগন্নাথ বিশ্ববিদ্যালয় গতবছরের প্রায় শতভাগ বীমাদাবি পরিশোধ সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংক শেয়ারের মালিকানা হস্তান্তরে নতুন আইন পাচ্ছে বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরে আইসিসির মাস সেরা হলেন যিনি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার সিরাজদিখানে ডিবি পরিচয়ে ছিনতাই ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্তির উদ্যোগ নেয়া হচ্ছে’ রাখাইনে নতুন বাস্তবতা ও রোহিঙ্গাদের স্বদেশ ফেরা যেসব শর্তে যুক্তবিরতির ‘চুক্তির কাছাকাছি’ হামাস-ইসরাইল

সকল