রাঙ্গামাটিতে ট্রাক থেকে পড়ে শ্রমিক নিহত
- কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা
- ১৩ জানুয়ারি ২০২৫, ২৩:৪০
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বাঁশ বোঝাই ট্রাক থেকে পড়ে মো: শাহআলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাশখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো: শাহআলম রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, ব্যবসায়ী মো: হোসের মেম্বারের বাঁশ বোঝাই ট্রাক কাউখালীর কাশখালী এলাকা থেকে আসার পথে চালকের অসতর্কতার কারণে ওই শ্রমিক বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ট্রাক থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যায় তিনি মারা যান।
রানীরহাট বাঁশ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো: হোসেন মেম্বার মৃত্যুর ঘটনা স্বীকার করলেও ট্রাকটিতে বাঁশ থাকার কথা অস্বীকার করেন।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সাগড় বড়ুয়া জানান, মাথায় গুরুতর আঘাত নিয়ে একজন ব্যক্তিকে ভর্তি করা হয়েছিল। কিন্তু রোগীর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, একজন শ্রমিক নিহতের ঘটনা শুনেছি তবে কেউ এখনো কোনো অভিযোগ করেননি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা