১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

মতলব দক্ষিণে স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী আটক

মতলব দক্ষিণে স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী আটক - ছবি : নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব দক্ষিণে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে সাবেক স্বামী মোস্তফা মিয়া (৩৫)। এ অভিযোগে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণপুর পৌরসভার সারপাড় এলাকায় বাড়ির উঠান থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম লাকী বেগম (২৫)। তিনি সারপাড় গ্রামের আন্দী প্রধানীয়া বাড়ির মরহুম নজরুল প্রধানীয়ার মেয়ে। তার একটি ছয় বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। আর ঘাতক স্বামী মোস্তফা কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর গ্রামের চারু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক স্বামী নিজের দায় স্বীকার করেছেন। এদিকে, মোস্তফার পেটে ছুরিকাঘাতের দু’টি চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে মোস্তফাকে তার স্ত্রীর নিথর দেহের ওপর পড়ে থাকতে দেখা গেছে।

আহত মোস্তফার সাথে কথা বলে জানা যায়, তিনি চট্রগ্রামে ট্রাকের ড্রাইভারি করেন। ১৩ জানুয়ারি সকালে তার সন্তানকে নেয়ার জন্য এসেছেন।

লাকী বেগমের মামা টুকু প্রধান ও খালাতো ভাই মো: রাসেল জানান, লাকী বেগম গার্মেন্টেসের কাজের জন্য প্রায় আট বছর আগে চট্টগ্রামে যান। সেখানে মোস্তফার সাথে পরিচয়ের সূত্র ধরে পরিবারের অগোচরে তাদের বিয়ে হয়। কয়েক বছর পর তাদের মধ্যে আবার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর লাকী বেগমের গৌরীপুরে আবার বিয়ে হয়। কয়েক মাস আগে ওই বিয়েও ভেঙে যায়। পরে তিনি গত মাসে সারপাড় গ্রামের মামুন প্রধানের বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী লাকী বেগমের ছেলে জুনায়েদ (৬) বলেন, মোস্তফা তার মাকে ছুরি দিয়ে মুখে গলায় আঘাত করে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শী লাকী বেগমের ফুফাতো বোন প্রতিবেশী জেসমিন আক্তার বলেন, সকাল ৮টার সময় লাকী বেগম চিৎকার দিয়ে ঘর থেকে বের হলে আমি আওয়াজ শুনে আমার ঘর থেকে বের হয়ে দেখি তার গলা ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এই অবস্থায় মোস্তফা ঘর থেকে ছুরি হাতে বের হয়ে লাকী বেগমের উপর এসে বেহুঁশ হওয়ার ভান ধরে পড়ে যায়।

লাকী বেগমের ফুফাতো বোন জেসমিন আক্তার আরো বলেন, জুনায়েদ নামে ছেলেটি মোস্তফার সন্তান নয়। ছয় বছরের জুনায়েদের সাথে কথা বলে অনেকটা এমনই মনে হয়েছে।

এলাকাবাসী জানান, সোমবার ভোরে ফজরের নামাজের সময় ঘাতক মোস্তফাকে সারপাড় গ্রামে দেখা গেছে। এর আগে তাকে কখনো পরিবারের সদস্য বা এলাকার কেউ দেখেনি বলে জানান। ফলে মোস্তফা সুস্থ হলে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালেহ আহমেদ জানান, ঘাতক মোস্তফাকে আহত অবস্থায় আটক করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত রক্ত মাখা ছুরি জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’ বাকৃবি প্রশাসনের কাছে ছাত্র শিবিরের ৩২ দফা দাবি নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা মিরসরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দেশে রেমিট্যান্স আসায় শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় আমিরাত কারেন্ট জালের সাইজ নির্ধারণ করা হবে : মৎস্য উপদেষ্টা সারের কৃত্রিম সঙ্কটের চেষ্টা করলে ডিলারশিপ বাতিল : কৃষি উপদেষ্টা কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ গৌরীপুরে ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট থেকে ভুয়া চিকিৎসক আটক

সকল