এইচএমপিভি ভাইরাস রোধে আখাউড়া চেকপোস্টে মেডিক্যাল ক্যাম্প স্থাপন
- নুরুন্নবী ভূঁইয়া, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৮
এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভারতে দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হওয়ায় আজ সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: হিমেল খান জানান, আজ সোমবার সকালে আখাউড়া স্থলবন্দর চেকপোস্টে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন (অতি.) ডা. মো: সাখাওয়াত হোসেন। প্রতিবেশী দেশ ভারতে দুই শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় তা প্রতিরোধে চেকপোস্টে স্থাপন করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প। প্রতিদিন সকাল ৮টা থেকে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম কাজ করবে এই ক্যাম্পে। তারা ভারত থেকে আসা যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন। যদি কোনো আক্রান্ত রোগী শনাক্ত হয় তাকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থাও নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা