১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে মহাসড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধার লাশ

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে আনুমানিক ৭৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেবো ফিলিং স্টেশনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা কেউ চিনছেন না। পরে পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, ‘মহাসড়কের পাশে অজ্ঞাত নারী পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে নারীটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: নাছরিন নাহার মিতু জানান, ‘পুলিশ একজন নারীকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা পর দেখা যায় তিনি বেঁচে নেই। পরিচয় না জানা ওই নারী হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’


আরো সংবাদ



premium cement