চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
- চাঁদপুর প্রতিনিধি
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬
চাঁদপুরে মতলবে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মোস্তফা মিয়া নামে (৪৫) একজনের আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাকী বেগম (২৫) সারপাড় গ্রামের আন্দী প্রধানীয়া বাড়ির মরহুম নজরুল প্রধানীয়ার মেয়ে। তার স্বামী মোস্তফা মিয়া অটোরিকশাচালক।
জানা গেছে, লাকী বেগমের সাথে ২০০৯ সালে মোস্তফা মিয়ার বিয়ে হয়। মতলব শাহারপাড় এলাকার একটি বাসায় তারা ভাড়া থাকেন। তাদের ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। হতাহতের খবর পেয়ে পুলিশ শাহারপাড় এলাকা থেকে লাশ উদ্ধার করে। এ সময় আহত মোস্তফা মিয়াকে আটক করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
মোস্তফা মিয়া জানান, তার স্ত্রী মুঠোফোনে ভিডিও কলের ব্যবসায় জড়িয়ে পড়েন। এ নিয়ে রাত থেকে তাদের বাকবিতণ্ডা হয়। সকালে পুনরায় বাকবিতণ্ডা হলে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন তিনি। পরে সেই ছুরি দিয়েই নিজের পেটে আঘাত করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা