হাফেজ আবির বাচঁতে চায়
- ফেনী অফিস
- ১২ জানুয়ারি ২০২৫, ২০:২০
ফেনীর দাগনভূঁইয়া উপজেলার মাতূভূঁইয়া ইউনিয়নের মমারিজপুর গ্রামের মুকীম আলী ব্যাপারী বাড়ির মোহাম্মদ আলাউদ্দিনের ছেলেহাফেজ মোহাম্মদ আবির (১৪) অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে মরণের প্রহর গুনছে। আবির সাহেব বাজারের নূরিয়া মদীনাতুল উলুম মাদরাসা থেকে হেফজ সম্পন্ন করেন।
পরিবার ও চিকিৎসকরা জানিয়েছেন, তার ব্রাস্ট এপেন্ডিসাইটিস ফেটে পুরো পেটের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়েছে। সেজন্য দ্রুত চিকিৎসা না হলে জীবননাশের শঙ্কা রয়েছে। চিকিৎসার জন্য আনুমানিক পাঁচ থেকে আট লাখ টাকা দরকার বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অসহায় পরিবারটির পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়। ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা আবিরের দিনমজুর বাবা।
আবিরের বাবা মোহাম্মদ আলা উদ্দিন জানান, আমার হাফেজ ছেলে আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে আছে। সর্বশেষ চিকিৎসক হাফেজ আবিরকে উন্নত চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন। তাই তার সুচিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানাচ্ছি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে হয়তো আমার ছেলেটি প্রাণে বেঁচে যাবে। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে তিনি স্বাভাবিক জীবনের পথচলা।
সাহায্য পাঠানোর ঠিকানা
আবিরের বাবা
০১৮৫৮-২৩৩৫৫৫,
বিকাশ নাম্বার
০১৮৪০৯৪১৬১০, ০১৮২২০৭৫৯৭২।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা