লোহাগাড়ায় পুলিশ পরিচয়ে বিদেশগামী যাত্রীর টাকা ও স্বর্ণ লুট
- লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১১ জানুয়ারি ২০২৫, ১৬:১৩
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ পরিচয়ে বিদেশগামী যাত্রীর মাইক্রোবাস আটকে স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।
শরিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর হাজী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রায়হান ফেরদৌস রাফি জানান, ‘ভোর চারটার দিকে আধুনগর রুস্তমের পাড়া থেকে আমার বন্ধু মাহাদিকে সৌদিতে পৌঁছে দেয়ার জন্য একটি বিমান শো মাইক্রোবাস নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে উদ্দেশে বের হই।
আমাদের সাথে বিদেশগামী যাত্রী মাহাদীর পরিবারের মহিলাসহ ১০ জন যাত্রী ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর হাজী রাস্তায় পৌঁছালে পাঁচ থেক ছয়জন লোক পুলিশ পরিচয় দিয়ে আমাদের পথ আটকায়। পরে আমাদের তল্লাশি করে। গাড়ি চালককে মারধর করে গাড়ি হাতিয়ার পুলের দিকে নিয়ে যায়। মহিলাদের সাথে থাকা দুই ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। তবে আমাদের সাথে থাকা মোবাইলগুলো নেয়নি।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি ফেসবুকে দেখেছি। ঘটনার বিষয়ে আমরা আমাদের মত করে তদন্ত করছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা