১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রের পাশে রাজনগর বিজিবি জোন

আহত শিক্ষার্থীকে অনুদান দিচ্ছেন রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক। - ছবি : নয়া দিগন্ত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৭ বিজিবি) রাজনগর জোন।

শনিবার (১১ জানুয়ারি) রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অধিনায়ক রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত উত্তরখান ইউনিয়ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবম শ্রেণির ছাত্র ওসমান হারুনকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আহত শিক্ষার্থী গত ৪ আগস্ট ঢাকার উত্তরার রাজলক্ষী এলাকায় বাম হাতে গুলিবিদ্ধ হয়। এখনো সে পুরোপুরি সুস্থ হতে পারেনি।


আরো সংবাদ



premium cement