টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ যুবক নিহত, আহত ৩
- কক্সবাজার অফিস
- ১০ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬
কক্সবাজারের রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫)। তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মরহুম কাশেম আলীর ছেলে।
জানা যায়, নিহত যুবক কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল বলেন, বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনার পরপরই ঘাতক মিনিট্রাক নিয়ে চালক ও সহকারী পালিয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা