১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

নিহত গোলাম রব্বানী টিপু - ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন সুগন্ধা পয়েন্টের কাছে ঝাউ বাগানে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো: জসিম উদ্দিন।

নিহত গোলাম রব্বানী টিপু (৫৫) খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ রোডের মো: গোলাম আকবরের ছেলে।

পু্লিশ জানিয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোলাম রব্বানী টিপু এলাকা থেকে পলাতক ছিলেন।

স্থানীয়দের বরাতে জসিম উদ্দিন বলেন, রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে দিয়ে ঝাউ বাগানে গোলাম রব্বানী টিপু হাঁটছিল। এসময় দুর্বৃত্তরা তাকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, গোলাম রব্বানীসহ তিনজন বৃহস্পতিবার সকালে সৈকত সংলগ্ন হোটেল গোল্ডেন হিলে আসেন। পরে তারা হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে অপর দু’জন অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, গোলাম রব্বানী হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। কে বা কারা তাকে হত্যা করেছে তাদের ধরতে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।

নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।


আরো সংবাদ



premium cement