১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

চাঁদপুরে হত্যা মামলায় জেলা আ’লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার হওয়া জসিম উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন ৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে ওই দিন রাতেই তিনি কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে বুধবার রাতে রাজধানী থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকা থেকে হাজীগঞ্জ থানায় এনে আদালতে সোপর্দ করা হবে। এই মামলায় অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement