খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ জেএসএসকর্মী আটক
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অস্ত্রসহ চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দু’কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার সিন্ধুকছড়ির বড়পিলাক বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিন্ধুকছড়ির হরকুমার কাবারী পাড়ার গৃদ্বিজয় ত্রিপুরার ছেলে রুবেল ত্রিপুরা জসিম (২০) এবং রামগড় উপজেলার কলাববাড়ী এলাকার বাচ্ছু মিয়ার ছেলে মঞ্জুর আলম (২১)।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামূল হক চৌধুরী জানান, ‘দু’জন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোনের সহায়তায় গুইমারা থানা পুলিশসহ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে রুবেল ত্রিপুরা জসিমের কাছ থেকে একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ এবং মঞ্জুর আলমের কাছ থেকে তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তারা দু’জন জেএসএস সংস্কার দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা