মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬
মিরসরাইয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মো: নঈমুল ইসলাম (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মো: আজিজ (৫৬) নামে আরো একজন পথচারী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় ঘটনা ঘটে।
নিহত মো: নঈমুল ইসলাম উপজেলার চিনকীর হাট এলাকার দারুল বক্স ভূঁইয়া বাড়ির তোফাজ্জেল হোসেনের ছোট ছেলে। তিনি উপজেলার নিজামপুর কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের বিএসআরএম এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় এক পথচারী গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসকরা নঈমুলকে মৃত ঘোষণা করে। অপরজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতের চাচাতো ভাই সালাউদ্দিন জানান, ‘তার চাচাতো ভাই পড়ালেখার পাশাপাশি পার্ট-টাইম মোবাইল অপারেটর রবি কোম্পানিতে চাকরি করে। তিনি পরিবারের একমাত্র ছেলে। তার বাবা সাবেক সেনাকর্মকর্তা ছিল।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার ফাহিমা জানান, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আজিজ নামের অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা