তরুণরাই বাংলাদেশের জাতীয় সম্পদ : ধর্ম উপদেষ্টা
- উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪০
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, তরুণরাই বাংলাদেশের জাতীয় সম্পদ। দেশ পরিচালনার শক্তি আছে তরুণদের কাছে। আমরা যদি তরুণদের নির্দেশনা দিতে পারি তাহলে সমাজ ও রাষ্ট্রের অন্ধকার দূরীভূত হয়ে নতুন আলোর জন্ম দেবে। তরুণদের মাঝে আকাঙ্ক্ষা আছে, উদ্দীপনা আছে।
বুধবার (৮ জানুয়ারি) মাদরাসাতুন নূর উখিয়া সিকদারবিলে আয়োজিত ইসলামী মহা সম্মেলন ও দাওয়াহ কনফারেন্সে রাত সাড়ে ১১টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, ‘এ দেশের আলেম ওলামা ও বিপ্লবী ছাত্র-জনতার সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। ক্ষমতা মানুষের হাতে নয়, ক্ষমতা আল্লাহর হাতে। সম্মান কুড়াতে ষাট বছর লাগে, সম্মান হারাতে ১ ঘণ্টাও লাগে না। টাকার পেছনে ঘুরলে টাকা পাওয়া যায় না, টাকার মালিককে ধরলে টাকা পাওয়া যায়।’
তিনি বলেন, ‘আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা থাকলে দীর্ঘদিনের সিস্টেম ভেঙে সুন্দর ও বৈষম্যহীন একটি বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারব। জুলাই বিপ্লবে অনেক রক্ত ঝরেছে। এ বিজয়কে ধরে রাখতে হবে। আর ভেদাভেদ নয়, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাই। এই বাংলাদেশ কোরআনের দেশ। কোরআনের ঝাণ্ডা উঠবেই উঠবে।’
যুবকদের মাদক ইয়াবা, ক্রিস্টাল মেথ, মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল এ সমস্ত নেশা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘র্যাব, পুলিশ, বিজিবি ও তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে মাদক নির্মূল করা সম্ভব। আমরা জানি উখিয়া-টেকনাফে কারা ইয়াবা আনে এবং কারা বিক্রি করে। তাদের গডফাদারদের এ দেশের মানুষ চেনে। বাংলাদেশে ১ বছরে ১ লাখ কোটি টাকার মাদক বেচা-বিক্রি হয়। ১ লাখ ষাট হাজার মানুষ নিয়মিত মাদক সেবন করে। যারা নিয়মিত মাদক সেবন করে তাদের কিডনি নষ্ট হয়ে যায়। মাদক সেবনকারি বেহেশতে যাবে না। অতএব মাদকের ভয়াবহতা থেকে আমাদের তরুণদের রক্ষা করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। মাদক নিয়ন্ত্রণ করা না গেলে জাতির ভবিষ্যৎ অন্ধকার।’
খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলূম ধাওনখালী মাদরাসার পরিচালক মাওলানা মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, মাদরাসা নূর উখিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা ওবায়দুল্লাহ হামজাহ। উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রিদুয়ানুল কাদির প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা