০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ফেনীর ফালাহিয়া মাদরাসায় ফাজিলে ৪ বিষয়ে অনার্স কোর্স চালু

আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ভবন - ছবি : নয়া দিগন্ত

ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় শিক্ষার প্রসারে ফাজিলে চার বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। একইসাথে কামিল শ্রেণিতে আরো দু’বিষয়ে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদরাসা পরিদর্শন দফতরের রেজিষ্ট্রার ও পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো: আইয়ুব হোসেন স্বাক্ষরিত আদেশে এ অনুমতি দেয়া হয়।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ১৮ জুলাই আবেদনের প্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সংবিধির ধারা ১৩ (গ) অনুযায়ী গঠিত পরিদর্শন কমিটির দাখিল করা প্রতিবেদনের আলোকে ধারা ১৩ (ঙ) অনুযায়ী ভাইস চ্যান্সেলরের অনুমোদনের তারিখ ৬ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের জন্য ফাজিল (অনার্স) আল কোরআন অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ, আল-ফিকহ অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ এবং কামিল (স্নাতকোত্তর) তাফসির ও আদব বিভাগে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে।

এর আগে কামিলে হাদিস ও ফিকহ বিভাগ চালু রয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ফাজিল এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে কামিল নতুন বিভাগের কার্যক্রম চালু হবে।

এজন্য প্রয়োজনীয় কক্ষ, সেমিনার কক্ষ, শিক্ষক নিয়োগ, রেফারেন্স বই, জার্নাল, সাময়িকী সংগ্রহ করতে মাদরাসা কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়।

মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘ফেনীর সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় দীর্ঘ প্রতিক্ষিত অনার্স কোর্স চালু এবং কামিলে আরো দু’টি বিষয় বাড়ানোয় শুধু এ মাদরাসা নয় এই জনপদ শিক্ষায় আরো এগিয়ে যাবে। তিনি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আরো সংবাদ



premium cement
সাভারে দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলল চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯ দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার, ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েই চলছে মাঠে আদালত স্থাপনের প্রতিবাদে স্থানীয় ও ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজশাহীসহ ৫ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩ হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

সকল