সোনাগাজীতে আপত্তিকর ছবি প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ১
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ২০:২৯
ফেনীর সোনাগাজীতে সামাজিক যোগাযোগমাধ্যমে গৃহবধূর আপত্তিকর ছবি প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আবুল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ।
আজ বুধবার বিকেলে চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজার থেকে গৃহবধূর আপত্তিকর ছবি ও মোবাইলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল হোসেন প্রকাশ হোসাইন চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের আরব আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের আবুল হোসেন (৩৭) এক প্রবাসীর স্ত্রীর গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দীর্ঘ ২ বছর ধরে গৃহবধুকে ব্লাকমেইল করে আসছিল। ইতোপূর্বে গৃহবধু তাকে ২০ হাজার টাকা দেয়। আবারো সে এক লাখ টাকা চাদা দাবি করলে ভয়ে গৃহবধূ গত একবছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
এ অবস্থায় গৃহবধু ওই আবুল হোসেনসহ ১২জনকে আসামি করে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ তাকে আপত্তিকর ছবি ও মোবাইলসহ গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ জানান, ‘সমাজের ঘৃণ্য অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা