০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

কক্সবাজারে শিশুকে অপহরণ করে হত্যা, লাশ উদ্ধার

- ছবি : সংগৃহীত

কক্সবাজারে অপহরণের ৮ ঘণ্টা পর খালি প্লট থেকে আহাদ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে ওই প্লট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় কিছু দুর্বৃত্ত শিশুটিকে কক্সবাজার ডিসি পার্ক এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার গলায় হাতের চাপ ও নখের চিহ্ন এবং পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার মুখে ফেনা এবং নাক ও কানে বালি ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে তার লাশ খালি প্লটে ফেলে রাখা হয়েছে।

নিহত শিশু আহাদের বন্ধুরা জানায়, খেলা শেষে কয়েকজন অচেনা ব্যক্তি তাদেরকে চকলেট অফার করে। এক পর্যায়ে আহাদকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পেরে তার বন্ধুরা পালিয়ে যায়।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস মিয়া বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশু হত্যা ঘটনাটি তদন্ত চলছে। খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, কক্সবাজার ডিসি পার্কের বিভিন্ন প্লট, যা মূলত জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে অবৈধ দখলদার এবং অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেকে প্লটগুলো বিক্রি করে দিয়েছেন। ফলে এই অন্ধকার ও নির্জন এলাকাগুলো মাদকসেবী, ছিনতাইকারী এবং অন্যান্য অপরাধীদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে।


আরো সংবাদ



premium cement
নিখোঁজের দু’দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সজীব উদ্ধার চুয়াডাঙ্গায় এক দিনে তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি সেলসিয়াস বাবার জীবন বাঁচাতে ৬০ শতাংশ লিভার দিলেন মেয়ে নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলসের দাবানল, মৃত্যু ৫ ভারতে এইচএমপিভির প্রাদুর্ভাব, হিলি-বেনাপোলে নেই সতর্কতামূলক ব্যবস্থা রাজধানীতে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার বাংলাদেশে অর্থায়ন দ্বিগুণ করতে আগ্রহী ইআইবি ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার জাতীয় দলে ফিরতে সময় চেয়েছেন তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন গাপটিল রংপুরে পতিতাবৃত্তির পাশাপাশি ভিডিও তুলে করা হতো ব্লাকমেইলিং

সকল