মতলবে গাছের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
- মতলব (চাঁদপুর) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ১৬:১২
চাঁদপুরের মতলব উত্তরে গাছের নিচে চাপা পড়ে জামাল আখন (৫৫) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘঠে। জামাল আখন ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মরহুম ছায়েদ আখনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল আখন গাছ কাটার জন্য পাঁচজন শ্রমিক নিয়ে গাছ কাটতে যান। গাছের ডালপালা কাটার পর শ্রমিকরা রশি দিয়ে গাছে টান দেয়। এ সময় অন্য শ্রমিকরা নিরাপদ দূরত্বে চলে গেলেও জামাল আখন গাছের নিচে পড়ে যান। এ সময় তার মাথায় আঘাত লাগার পর তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৌশিক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল হক বলেন, আমি সংবাদ পেয়ে সরেজমিনে একজন অফিসারকে পাঠিয়েছি।