ফেনীতে মিথ্যা মামলার বাদি-সাক্ষীর বিরুদ্ধে বিচারকের মামলা
- ফেনী অফিস
- ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫
ফেনীতে মিথ্যা মামলা দায়ের ও সাক্ষী দেয়ায় ফেঁসে গেলেন বাদি ও সাক্ষী।
বুধবার (৮ জানুয়ারি) জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালত-এর বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা।দিয়েছেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার রাজাপুর ইইউনিয়নের উত্তর গনিপুর এলাকার দেলোয়ার মাস্টার বাড়ির হাবিবুর রহমানের ছেলে আবুল কাশেম ২০২৩ সালের ১৯ জুন মৃত্যুর হুমকির অভিযোগ এনে তার ভাই আবুল হাশেমের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করেন।
তদন্ত কর্মকর্তা এএসআই বাবুল রায় একই বছরের ২৮ জুলাই আদালতে প্রসিকিউশন রিপোর্ট জমা দেন। ওই মামলায় মঙ্গলবার পশ্চিম জয়নারায়নপুর এলাকার নুরুল আমিনের ছেলে সামিউর রশিদ সাক্ষ্য দেন। তিনি মারধর-আক্রমণের সাক্ষী দিলেও মৃত্যুর হুমকির বিষয়ে কোনো তথ্য দেয়নি। ফলে মিথ্যা প্রমাণ হওয়ায় মামলাটি খারিজ করেন আাদালত।
জুডিসিয়াল আদালতের বেঞ্চ সহকারি গোবিন্দ চন্দ্র দাশ জানান, মিথ্যা মামলা দায়ের ও মিথ্যা সাক্ষী দেয়ায় দণ্ডবিধির ১৯৩ ও ২১১ ধারায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিনহাজ উদ্দিন বাদি হয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন। দাগনভূঞা আমলী আদালতের বিচারক ফাতেমাতুজ জোহরা মুনা আসামি আবুল কাশেম ও সামিউর রশিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।