০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

চাঁদপুরে মা-বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

চাঁদপুরে মা-বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড - সংগৃহীত

চাঁদপুরে মা-বাবাকে মারধর করায় ইসমাইল চৌধুরী মানিক নামে এক সন্তানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

সৈকত বলেন, মানিকের মা ও বাবা আমাদের কাছে ও মডেল থানায় সরাসরি এসে লিখিত অভিযোগ করেছেন। সেখানে তারা প্রতিনিয়ত মারধরের শিকার হওয়ার কথা উল্লেখ করেছেন। যার কারণে মডেল থানার সহযোগিতা নিয়ে আমরা ঘটনাস্থলে যাই।

এছাড়া মানিক যে তার মা-বাবাকে মারধর করেন, স্থানীয়রাও তা জানায় বলে উল্লেখ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরে ছেলে (মানিক) নিজেও স্বীকারোক্তি দেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement