মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৬
চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর ও গবাদি পশু আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার মিন্টু আলীর বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে মিন্টু আলীর রান্নাঘর, গোয়াল ঘরে থাকা একটি উন্নত জাতের গাভী ও বিল্ডিংয়ের আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘মঙ্গলবার রাত ৮টায় করেরহাট ইউনিয়নের আলিনগর এলাকায় আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে মিন্টু আলীর রান্না ঘর, গোয়াল ঘরে থাকা একটি উন্নত জাতের গাভী আংশিক পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিন্টু আলীর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।’